জাবিতে দোকান মালিক সমিতির ধর্মঘটের ডাক

ju gateজাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয়ের দোকান ভাড়াসহ অন্যান্য ফি’র অস্বাভাবিক বৃদ্ধি বাতিল এবং সামঞ্জস্যপূর্ণ ভাড়া নির্ধারনের দাবি জানিয়ে দুইদিনের ধর্মঘট ডেকেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিনটি গেইটের দোকান মালিক সমিতি। শনিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

Post MIddle

সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রধান ফটক ও জয়বাংলা গেইটের প্রতি দোকানের মাসিক ভিটি ভাড়া ৩৭৫ টাকা হতে ১২৫০ এবং বিশমাইল গেইটের ৩৭৫ টাকা হতে ৯৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ব্যবসা পরিবর্তন ফি পাঁচ হাজার হতে ২৫ হাজার টাকা এবং মালিকানা পরিবর্তন ফি ২৫ হাজার টাকা হতে ৫০ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। তিনি আরোও বলেন, আমরা ভাড়া বাড়ানোর বিপক্ষে নই, তবে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়ানো উচিত। এসব বিষয়ে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আলোচনা করেও কোন সমাধান করতে পারি নি।

এসময় জয়বাংলা গেইট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ, জয়বাংলা গেইটের সভাপতি মো: আনোয়ার হোসেন, বিশমাইল গেইট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট