স্টেট ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ফেস্ট
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো ‘ক্যারিয়ার ফেস্ট-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ আগস্ট) ধানমন্ডি ২৭ নাম্বারে অবস্থিত স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর প্রধান ক্যাম্পাসে দুইদিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য ইফতেখার গনি চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নিউজ টুয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান, আইন বিভাগের উপদেষ্টা আসিফ নজরুল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর এ ওয়াই এম একরাম উদ-দৌলা, ট্রেজারার মেজর জেনারেল (অব.) ডা. এম শাহজাহান, আইন বিভাগের প্রধান জিনাত আমিন, অ্যাসোসিয়েট প্রফেসর মোঃ আজগর আলী, অ্যাসিস্টেন্ট প্রফেসর নাজিয়া রহমান, সিনিয়র লেকচারার গোলাম রাজীব, লেকচারার আসফাক রহমান, লেকচারার সানজাদ শেখ প্রমুখ।
অনুষ্ঠানের পরবর্তী অংশে শিক্ষার্থীদের সঠিকভাবে বায়োডাটা তৈরি, প্রশিক্ষণ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।