ঢাবিতে বঙ্গমাতা মেমোরিয়াল স্বর্ণপদক প্রদান কাল

DU LOGOঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার (৮ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল মিলনায়তনে “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল স্বর্ণপদক, বৃত্তি প্রদান, স্মারক বক্তৃতা ও আলোচনা অনুষ্ঠান ২০১৬” অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, বৃত্তির চেক ও সনদপত্র তুলে দিবেন।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠেয় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ট্রাস্ট ফান্ডের সভাপতি অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। অনুষ্ঠানে স্মারক বক্তৃতা প্রদান করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ড. শিরীণ আখতার।##

পছন্দের আরো পোস্ট