আশায় ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট চ্যাম্পিয়নশীপ

DSC_0147গত (৬ আগস্ট) আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ডিবেট ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত ২য় ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট চ্যাম্পিয়নশীপ ২০১৬ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ অংশগ্রহণ করে। চূড়ান্ত প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ চ্যাম্পিয়ন এবং ইংরেজী বিভাগ রানারস আপ হয়।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ মাসুদুর রহমান। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ইউনিভার্সিটি’র ডিবেটিং ক্লাবের মডারেটর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি’র সাবেক জেনারেল সেক্রেটারী জনাব মোঃ ইকবাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক কো-কনভেনর (ইংরেজী) জনাব হাসান আল জুবায়ের রনি, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’র সাবেক ভাইস-প্রেসিডেন্ট জনাব আহসানুল হোসেন সোহাগ।

Post MIddle

আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ইকবাল আহমদ। বিতর্ক প্রতিযোগিতায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন-এর চেয়ারম্যান জনাব একেএম সোয়েব। প্রতিযোগিতার শুরুতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান এবং আশাইউবি ডিবেট ক্লাবের আহবায়ক অধ্যাপক ড. ইকবাল হোসেন বিতার্কিকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট