রায়হান মুশফিকের কবিতা ‘ইচ্ছের ঝুলি’

পুড়ে যেতে ইচ্ছে করছে;
তোমার নরম ছায়ার ওম
আর শীতল দৃষ্টির উত্তাপে।
খুব করে পুড়ে যেতে ইচ্ছে করছে।

Post MIddle

মুখ ডুবিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে আজ;
তোমার গায়ের গন্ধ আর এলোচুলের ঢেউয়ে।
খুব ইচ্ছে হচ্ছে
খুব।

ইচ্ছে হচ্ছে শুন্যে ভাসি তোমার সাথে;
ধবল মেঘেদের সাথে
শিমুলের তন্তুর মত
খুব ইচ্ছে হচ্ছে ওজনহীন হই দু’জনে।

ইচ্ছে হচ্ছে সাগর পাড়ে হাটি দু’জনে;
তোমার ধবল পায়ে ঝিনুকের নূপুর,
ক্রমাগত সফেদ ফেনায় ভিজতে থাকা পায়ের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয় খুব।

তোমারও ইচ্ছে হয় জানি;
তবু তুমি ইচ্ছে করেই ইচ্ছেকে জাগাও না।
তুমি তুমি কিনা!

সঙ্গী হবে?
শুন্যে ভেসে আমার গন্ধে মুখ ডুবিয়ে ছায়ার ওমে পুড়তে,
কিংবা চার পায়ের সূর্য স্নানের।

“অন্ধকারের প্রেমিক ”
রায়হান মুশফিক

অন্ধকারের প্রেমে পড়ে যাচ্ছি কী?
রাতের আকাশ চাঁদহীন তারারা জেগে,
একা নয়;
ওরা অসংখ্য অসীমেরও অসীম।
এমন অন্ধকারের মাঝে আগে ডুবেছি কি?
মনে পড়ে না।

মনে পড়েনা এমন মায়াবী রাতে শিউলির গন্ধ আমাকে আর টেনেছে কিনা।
ব্যাঙ আর ঝিঁঝিঁর এমন দৈত গান শুনেছি আগে?
না বোধ হয়।
তাই এই অন্ধকারের মাদক গিলছি;
মাতাল হব না।
প্রেমিক হবো
অন্ধকারের প্রেমিক!

মোঃ মুশফিকুজ্জামান রায়হান
৩য় বর্ষ, অর্থনীতি বিভাগ, সরকারি বি এল কলেজ, খুলনা।

পছন্দের আরো পোস্ট