সেশনজটমুক্ত সরকারি বিশ্ববিদ্যালয় বশেমুরবিপ্রবি

GOPALGONJ২০০১ সালে গোপালগঞ্জে প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। দেশের  নতুন এই বিশ্ববিদ্যালয়টিতে অামেরিকার কোর্স ক্রেডিট সিস্টেম পদ্ধতি চালু রয়েছে। সেমিস্টার ভিত্তিক এ শিক্ষাব্যবস্থায় কোর্স যথাসময়ে শেষ হওয়ার দরুণ এখানে কোনো সেশনজট থাকে না। ফলশ্রুতিতে, অাটটি সেমিস্টারেই শিক্ষা পর্বের সমাপ্তি ঘটে। প্রতিটি বর্ষ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে বিভক্ত। এতে করে অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো এ বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের সেশনজটের বিষবাষ্পে দগ্ধ হতে হয় না। বিশ্ববিদ্যালয়টিতে সেশনজটের অভিশাপ না থাকায় এখন অনেক ছেলে-মেয়েরই উচ্চতর শিক্ষালাভের জন্য শিক্ষাকেন্দ্র হিসেবে অন্যতম টার্গেট হয়ে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টি অতি অল্প দিনে যাত্রা শুরু করলেও সার্বিক দিক বিবেচনায় বিদ্যালয়টি ক্রমান্বয়েই এগিয়ে যাচ্ছে সাফল্যের সাথে, প্রগতির পথে। ধীরে ধীরে উন্নয়নের উচ্চ শিখরেও অারোহণ করতে চলেছে বিশ্ববিদ্যালয়টি। এরই মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে সমর্থ হয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

Post MIddle

বশেমুরবিপ্রবির শ্রদ্ধেয় ভিসি খোন্দকার নাসিরউদ্দিন এ বিষয়ে বলেন, `অামাদের বিশ্ববিদ্যালয়টিতে কোনো সেশনজট না থাকায় এখন অনেক শিক্ষার্থীই ধাবিত হচ্ছে বিশ্ববিদ্যালয়টির দিকে। অনেকের মধ্যে বিশ্ববিদ্যালয়টি হতে উচ্চতর ডিগ্রি লাভের সম্ভাবনা ও দারুণ অাগ্রহ প্রকাশ পেয়েছে। অামরা বিশ্ববিদ্যালয়টির উন্নয়নের জন্য অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি এবং বঙ্গবন্ধুর পুণ্যভূমি গোপালগঞ্জ জেলায় স্থাপিত বিশ্ববিদ্যালয়টিকে পরবর্তীতে সারা দেশের মধ্যে এক উজ্জ্বলতম মডেলরূপে পরিগণিত করতে অামাদের সকলকে নিরলসভাবে কাজ করতে হবে।’

বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন সাধনকল্পে ভিসি বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দকে, কর্মচারীবৃন্দকে ও সর্বপোরি শিক্ষার্থীদেরকে মেধা, বুদ্ধি, প্রজ্ঞা ও একনিষ্ঠতার সঙ্গে কাজ করতে অাহূত করেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট