
ঢাবিতে চলচ্চিত্র কর্মশালার সমাপনী উৎসব শনিবার
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘৬ষ্ঠ চলচ্চিত্র কর্মশালা ২০১৬’ এর সমাপনী উৎসব আগামী (৬ আগস্ট) শনিবার বিকাল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।
উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঞ্চালক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়াও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভুইঁয়া এবং ‘চলচ্চিত্র কর্মশালা ২০১৬’ এর রেডিও পার্টনার কালার্স ১০১.৬ এফএম এর জ্যেষ্ঠ বিক্রয় এবং বিপণন ব্যবস্থাপক তাসনুভা আহমেদ। অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হবে

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ তরুণ চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রের জগতে হাতেখড়ি করিয়ে দেওয়ার অংশ হিসেবে এজাতীয় চলচ্চিত্র কর্মশালার আয়োজন করে থাকে। এবারের আসরটি এই ঘরানার ৬ষ্ঠ আসর। এবারের আসরে মোট ৬৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ২১ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এই চলচ্চিত্র কর্মশালায় নির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক গিয়াসউদ্দীন সেলিম, লেখক ও চলচ্চিত্র পরিচালক জাহিদুর রহমান অঞ্জন, শিল্প নির্দেশক উত্তম গুহ, শিল্প ও চলচ্চিত্র সমালোচক অধ্যাপক মইনুদ্দীন খালেদ, সিনেমাটোগ্রাফার সাচি চৌধুরী, সামির আহমেদ এবং রিপন নাথ।#
আরএইচ