ইবিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

Post MIddle

এসময় উপস্থিত ছিলেন, বিভাগটির সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম,অধ্যাপক ড.দীপক কুমার পাল, সহযোগী অধ্যপক ড. মো: আবুল কাশেম তালুকদার, সহযোগী অধ্যাপক মো: হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক এ.টি এম মিজানুর রহমান,সহকারী অধ্যাপক মো: মোমিনুল ইসলাম, ড.আসাদ-উদ-দৌলা,শাম্মী আক্তার,শেখ শাহিনুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এসময় বক্তারা শিশুর জন্য মাতৃদুগ্ধের উপকারিতা নিয়ে নানা বিষয়ে আলোচনা করেন, তারা বলেন সন্তানদের জন্য মায়ের দুধের বিকল্প নেই। সন্তান জন্মের চার ঘন্টার মধ্যে মায়ের দুগ্ধ পান করাতে পারলে অনেক ধরনের শিশু অনেক ধরণের রোগ থেকে মুক্ত থাকে।##

পছন্দের আরো পোস্ট