ফটোগ্রাফিতে বড় কিছু করার ইচ্ছে রোখসানা পারভীন তরুর

13620766_838010476298997_4861225268813555432_nবড় পরিচয় আমি একজন ফটোগ্রাফার

রোখসানা পারভীন তরু। ইংরেজী সাহিত্যের ছাত্রী। তার থেকে আমার বড় পরিচয় আমি একজন ফটোগ্রাফার। ফটোগ্রাফি জীবনের শুরু খুব অল্পদিনের। যখন শুরু করি ছবি তোলা তখন অনেক প্রতীকুলতার সম্মুখিন হতে হয়েছে। তবুও পথ চলা বা স্বপ্ন দেখা কোনটিই থেমে থাকেনি। অনেক সময় কাছের মানুষগুলো পর করে দিয়েছে। তবুও আশা ছাড়িনি। ফটোগ্রাফার সোসাইটি অনেক বড়। সামান্য কিছু সময়ের মধ্যে এই বড় সমাজে নিজের একটা ছোট্ট পরিচিতি তুলে ধরতে পারায় আমি খুবি আনন্দিত।

 

 

হারতে শিখিনি

লেখা পড়ার পাশাপাশি এমন একটা কাজ করতে পারছি যেই কাজের মাধ্যমে মানুষের সুন্দর মুহুর্তগুলো একটি ফ্রেমে বন্দী করতে পারছি। কিন্তু যখন আমি প্রথম কাজ শুরু করি অনেকেই অনেক রকম কথা বলেছিলো। কারো কোন কথাই কিছু মনে করি নি। কারন আমি জানি আমি জিতে যাবো। জীবনে কখনো হারতে শিখিনি। কখনো হার মানবো না। আমার ফটোগ্রাফি নিয়েই জীবনকে বুঝতে শেখা।

12219356_714892901944089_4278150296201028856_n

আইডল

বাংলাদেশের অন্যতম ফটোগ্রাফার GMB Akash এবং Pritu reja আমার ফটোগ্রাফি আইডল। তাদের জীবনের বাস্তব গল্প আমাকে অনেক সাহস দিয়েছে ।

 

Post MIddle

ভালো লাগা আর প্রিয়

অনেক কিছু শিখেছি জীবনে নাচ,গান। তবে লেখালেখি করতে একসময় খুব ভালো লাগতো। গান শুনতে অনেক বেশি পছন্দ করি। প্রিয় রং কালো।

 

ইচ্ছে আর স্বপ্ন

সবকিছুকে পেছনে ফেলে এখন ক্যামেরা আমার জীবনের একটি অংশ। ইচ্ছে আছে ফটোগ্রাফিতে অনেক বড় কিছু করার। বাকিটা আল্লাহতালার হাতে। জীবনটা ক্ষনিকের হলেও স্বপ্নগুলো বড় হওয়া উচিত। কারন মানুষের জীবন ক্ষনিকের হলেও স্বপ্নগুলো বেচে থাকে হাজার বছর হয়তো অন্য কোন মানুষের সাহস হয়ে বেচে থাকে স্বপ্নগুলো।

12687832_752687684831277_7745285106859834604_n

মেয়েদের উদ্দেশ্যে

শেষে একটা কথাই বলতে ইচ্ছে করছে মেয়েদের উদ্দেশ্যে “ভয়কে জয় করতে শিখো। কারন তুমি হয়তো নিজেও জানোনা তোমার কাটিয়ে উঠা ভয় তোমাকে ভবিষ্যৎ দেখাবে। ”

 

 

পছন্দের আরো পোস্ট