জেলা কৃষি প্রযুক্তি মেলায় প্রথম বশেমুরবিপ্রবি

গোপালগঞ্জ জেলা কৃষি প্রযুক্তি মেলা ২০১৬ তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের„ (বশেমুরবিপ্রবি) প্রযুক্তি নার্সারী প্রথম স্থান অধিকার করেছে। গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত ২২ জুলাই থেকে শুরু হওয়া ১০ দিন ব্যাপি জেলা কৃষি প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি নার্সারী।

Post MIddle

স্টলে প্রায় ১৫০ প্রজাতির দুর্লভ উদ্ভিদের সরবরাহের মধ্যে অধিকাংশই ছিল ভেষজ উদ্ভিদ। এদের মধ্যে নলিনী, প্রেসিডেন্ট পাম্প, এলেন্টা, প্রমিলা সকলের দৃষ্টি আকর্ষণ করে যা স্টলটিকে অন্যান্য স্টল থেকে বৈচিত্র্যময় করে তোলে।

স্টলের দায়িত্বে থাকা মোঃ মনিরুল ইসলাম বলেন, উপাচার্য স্যারের একান্ত প্রচেষ্টায় অধিক প্রজাতির দুর্লভ উদ্ভিদ সরবরাহ করতে পারায় আমাদের স্টল প্রথম স্থান অধিকার করেছে।

এদিকে জেলা কৃষি প্রযুক্তি মেলায় প্রথম স্থান অর্জন করায় আনন্দিত শিক্ষার্থীরা। স্টলে ঘুরতে আসা কয়েকজন শিক্ষার্থী এভাবেই তাদের অভিমত ব্যক্ত করেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট