চুয়েটে সেডিমেন্ট ট্রান্সপোর্ট চ্যানেলের যাত্রা শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সেডিমেন্ট ট্রান্সর্পোট চ্যানেল (Sediment Transport Channel)।  বৃহস্পতিবার (০৪ আগস্ট) চ্যানেলের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

 

চুয়েটের সেন্টার ফর রিভার, হারবার এন্ড ল্যান্ডস্লাইড রিসার্চ এর উদ্যোগে এ চ্যানেল প্রতিষ্ঠা করা হয়। এ চ্যানেলের মাধ্যমে নদীতে পলিজমা, নদীতে পলিস্তরের বিভিন্ন রূপ, সংশ্লিষ্ট অবকাঠামোতে পলিক্ষয়, পলির প্রবাহ, নদীতে স্লইস গেটের ব্যবহার প্রভৃতি বিষয়ে গবেষণার মাধ্যমে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা লাভ সম্ভব হবে।

 

Post MIddle

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। সভাপতিত্ব করেন সেন্টার ফর রিভার, হারবার এন্ড ল্যান্ডস্লাইড রিসার্চ এর চেয়ারম্যান অধ্যাপক ড. আয়শা আক্তার। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মোহাম্মদ জহুরুল হক, নদী গবেষণা ইনস্টিটিউটের হাইড্রলিক রিসার্চ ডিরেক্টরেটের ডিরেক্টর প্রকৌশলী ড. মো: লুৎফর রহমান, এলজিইডি’এর স্মল স্কেল ওয়াটার রির্সোসেস ডেভলপমেন্ট প্রজেক্ট এর প্রজেক্ট ডিরেক্টর প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ। সঞ্চালনায় ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের প্রভাষক নাফিসা তাবাসসুম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। দুর্যোগ মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সাগর, নদী খালগুলোকে দূষণমুক্ত রাখতে হবে। নদ-নদী, সাগরসহ আমাদের অনেক সম্পদ আছে। সেগুলো পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করতে হবে। সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারলে আমাদের অর্থনৈতিক শক্তির অগ্রযাত্রা আরো মজবুত করা যাবে। আমাদের সকলকে নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। এজন্য নিরন্তর গবেষণা কর্ম চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। এসব লক্ষ্য উদ্দেশ্যে সামনে রেখেই মূলত চুয়েটে প্রতিষ্ঠা করা হয়েছে সেন্টার ফর রিভার, হারবার এন্ড ল্যান্ডস্লাইড রিসার্চ। আমি এ সেন্টার থেকে ফলপ্রসূ গবেষণা কর্ম সম্পাদন করা যাবে বলে আশাবাদী।##

পছন্দের আরো পোস্ট