উচ্চশিক্ষায় শ্রমিকের সন্তানকে আর্থিক সহায়তা দেবে সরকার

প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত সব শ্রমিকের মেধাবী সন্তানদের শিক্ষা সহায়তা দেবে সরকার। গত দুই বছর ২০১৫ এবং ১৬ সালে যে সকল শ্রমিকের সন্তান এসএসসি বা সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে তারা আগামী ৩০ আগস্টের মধ্যে শ্রমিক কল্যাণ তহবিলের নির্দিষ্ট ফরমে আবেদন করলে তাদের এককালীন ২৫ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান করা হবে। আগামী সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে এ অর্থ প্রদান করা হবে।

Post MIddle

বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক এ কথা বলেন। তিনি বলেন, যে সকল শ্রমিকের সন্তান সরকারী বিশ্ববিদ্যালয়, মেডিকেল, কৃষি কিংবা প্রকৌশল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তাদের এ তহবিল থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত শিক্ষা সহায়তা প্রদান করা হবে।##

পছন্দের আরো পোস্ট