ইউল্যাবের শাহনুর হাসান আর্থ ইয়াং স্কলার নির্বাচিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ( ইউল্যাব) এর সিনিয়র প্র্রভাষক মিসেস শাহনুর হাসান ফ্লোরিডা আর্থ ইয়াং স্কলার হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি আমস্টারডাম ইউনিভার্সিটিতে জিওগ্রাফি, প্ল্যানিং এন্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিভাগে যৌথ ডক্টরেট করছেন।

দক্ষ পিএইচডি ‘ফেলো’ দেরকে পৃষ্ঠপোষকতা ও উৎসাহিত করার জন্য ফ্লোরিডা আর্থ ফাউন্ডেশন ‘ফ্লোরিডা আর্থ ইয়াং স্কলার’ প্রোগ্রাম  চালু করেছে। ##

পছন্দের আরো পোস্ট