বাকৃবিতে মেধাসত্ত অধিকার প্রশিক্ষণের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মেধাসত্ত অধিকার শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২আগস্ট) টেকনোলজি ট্রান্সফার অফিস, বাকৃবি এর আয়োজনে সকাল সাড়ে ১০টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।

 

প্রকল্পের থিংকটেন্ক প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিএফআরআই এর মহা পরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

 

Post MIddle

বক্তব্য রাখেন মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবতী, ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আব্দুস সামাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড. লুৎফুল হাসান। এছাড়াও মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম জহিরউদ্দীন এবং প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, আমাদের আবাদযোগ্য জমি দিন দিন কমে যাচ্ছে, পাশাপাশি জনসংখ্যা বাড়ছে। বর্ধিত জনসংখ্যার চাহিদা পূরণে আমাদের নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করতে হবে। কৃষিকে আধুনিক ও বানিজ্যিকীকরণে নিয়ে যেতে হবে তবেই আমরা পুরোপুরি সফল হবো।

 

 

দিনব্যাপী এ প্রশিক্ষণে বাকৃবির ভেটেরিনারী ও মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ অংশ নেন।##

পছন্দের আরো পোস্ট