ফয়সাল হাবিব সানি’র কবিতা `রবীন্দ্রনাথ’

রবীন্দ্রনাথ অাজো তুমি বাঙালির চৈতন্যে,

মননে, সর্বাঙ্গনে চিরায়ত মূর্ছিত বহতা সত্তা…
অাজো তোমার সুধা ভাণ্ডার অপ্রতুল;
তোমার নাম প্রজ্জ্বল অালোকরশ্মির মতোই
সদা ভাস্বরিত, সমুজ্জ্বলিত উৎক্ষিপ্ত তোমার
কীর্তি—

প্রখরতর জীবনবোধের যে নিরালোক সান্নিধ্যে
এসেছিলে তুমি, গেয়েছিলে গান জগতের— সেঁঁই
তমসাশ্রিত প্রভাতাচ্ছাদিত বোধের গহীনে স্নান
করে মোরা নিজেদেরে পরিশুদ্ধ করি অাজ।
পরিশুদ্ধ হয় ধরণীর নিকষ কৃষ্ণগুলো, যামিনীর অভিশপ্ত জঞ্জালগুলো সেঁই সুধাজলে নিজদের ভেতরের মানুষটারে অবগাহিত করে কলুষমুক্ত হতে চায় এখন।

Post MIddle

শ্বাশ্বত সুন্দরের যে মহৎ বাণী, যে মহতী ঝংকার
ঝংকারিত করে শুনায়েছো মেদিনীরে; সত্যকে করেছো উপ্ত— তাঁতে তোমার কবিসত্তার অচেনা
মানুষটারেই খুঁজে বের করার চেষ্টা
করেছো নিরন্তর…
নারী প্রতিমাকে হৃদে ধারণ করে তুমি নারীসত্তাকে দিয়েছো অমূল্য স্থান।

নারীর প্রেম, তার প্রগাঢ় সৌন্দর্য্য, ঐশ্বর্য্যকে
উন্মীলিত করেছো পুরুষের সম্মুখে— নারীর ভালোবাসাকে উচ্চে করেছো স্থাপিত।
তাই তুমি মহান, তাই তুমি মানুষ, মহাবিশ্বে বিস্মিত প্রক্ষিপ্ত এক রবি!
তুমিই রবীন্দ্রনাথ, নিগূঢ় জীবনচোখী, বিশ্বমানবের কবি।

ফয়সাল হাবিব সানি

তরুণ কবি ও সাহিত্যিক
অনার্স প্রথম বর্ষ (বাংলা বিভাগ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
ই-মেইলঃ habibsany728@gmail.com
ফেইসবুক অাইডিঃ Foysal Habib Sany

পছন্দের আরো পোস্ট