ইউল্যাবে গ্রিনিং ইউল্যাব প্রোগ্রাম

একবার ব্যবহার করা জিনিসকে পুনরায় বিভিন্ন কাজে ব্যবহার করার পদ্ধতি উদ্ভাবনে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ( ইউল্যাব) এ ‘গ্রিনিং ইউল্যাব’প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।  ইউল্যাব ও সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট যৌথভাবে ইউল্যাব ক্যাম্পাসে দুইদিনব্যাপী এ প্রোগ্রামের আয়োজন করে।

 

Post MIddle

প্রথম দিন (২৮ জুলাই) পিভিসি ব্যানার দিয়ে ব্যবহার উপোযোগী ব্যাগ তৈরী করার পদ্ধতি শিক্ষা দেয়া হয়।বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে পিভিসি ব্যানার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। একই ব্যান্যার পরবর্তীতে অন্য কোন অনুষ্ঠানে ব্যবহার করার কোন সুযোগ নেই। ফলে একবার ব্যবহারের পরেই ব্যানার বাতিল হয়ে যায়।

 

এ ব্যানার ব্যবহার করে ব্যাগ তৈরি করার পদ্ধতি ব্যাপকভাবে প্রসার লাভ করলে তা  কার্বন ফুটপ্রিন্ট কমানোর ক্ষেত্রে এটি দুর্দান্ত একটি উপায় হবে। মিসেস রোকেয়া তাবাসসুম মতিন এ কর্মশালার প্রশিক্ষক ছিলেন। ইউল্যাবের প্রায় ত্রিশ জন শিক্ষার্থী এ কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করেন। ##

পছন্দের আরো পোস্ট