সংঘর্ষের ঘটনায় কুবি শিক্ষার্থী নিহত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫জন। সোমবার (১ আগস্ট) রাত ১২টার পর বঙ্গবন্ধু শেখ মুজিব হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলনের সময় এই সংঘর্ষ ঘটে।

 

গুলিতে গুরুতর আহত সাইফুল্লাহ খালিদকে প্রথমে কুমিল্লা মেডিকেলে নেয়া হলেও পরিস্থিতি খারাপ দেখে তাকে ঢাকায় নেয়ার পথেই সে মারা যায়। নিহত খালিদ বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মার্কেটিং বিভাগের ৭ম ব্যাচের ছাত্র ছিলেন।

 

Post MIddle

আহতদের মধ্যে লোক প্রশাসন বিভাগের ৪র্থ ব্যাচের ছাত্র আতিকুর রহমানের হাতের আঙ্গুল গুলি লেগে ঘটনাস্থলেই পড়ে যায়। এছাড়াও আহত কয়েকজনকে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা জানান যে, ‘ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় আহত সাইফুল্লাহ খালিদ ঢাকায় নেওয়ার পথে মারা গেছে।’#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট