বিইউএফটি’তে জঙ্গিবিরোধী মানববন্ধন কর্মসূচি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নির্দেশ মোতাবেক সোমবার (০১ আগষ্ট) তারিখে সকাল ১১:০০টা হতে ১২:০০টা পর্যন্ত উত্তরাস্থ ১০৫ এস, আর টাওয়ারে অবস্থিত বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) এর ক্যাম্পাসের সামনের রাস্তায় (ঢাকা-ময়মনসিংহ রোড) এর ফুটপাতে সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিরাজমান সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও জনগণকে জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক ভাবে সচেতন করে তুলতে এক মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করে।

 

Post MIddle

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মাানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন। সেইসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জি: আইয়ুব নবী খান, রেজিষ্ট্রার আ ন ম রফিকুল আলম, ডীন ড. আবু বকর সিদ্দিক, চিফ অফ ফাইনেন্স জনাব নাজমুল হাসান, হেড অব লজিস্টিক জনাব সহিদুল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. আব্দুল জলিলসহ বিভাগীয় প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ। উক্ত কর্মসূচী সফল বাস্তবায়নে বিশেষ ভুমিকা পালন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের সিনিয়ার সহকারী প্রফেসর জনাব কাজী শামসুর রহমান ও ডেপুটি লাইব্রেরিয়ান ও কলামিষ্ট জনাব আতিকুর রহমান, প্রমূখ।##

পছন্দের আরো পোস্ট