ইবিতে জঙ্গিবিরোধী র‌্যালী, মানববন্ধ ও সমাবেশ

IU PIC-2বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশনের আহ্বানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জঙ্গি বিরোধী র‌্যালী, মানববন্ধন ও সমাবেশ করেছে কর্তৃপক্ষ। গুলশান ও শোলাকিয়াসহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে সোমবার বেলা ১১টায় র‌্যালী বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

 

বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে জঙ্গি বিরোধী ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালী শুরু হয়। র‌্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় প্রশাসন ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান।

 

Post MIddle

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. রুহুল আমিন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মো. উকিল উদ্দিন, কর্মচারী সমিতির সভাপতি আতিয়ার রহমান।

 

জনসংযোগ অফিসের সহকারী পরিচালক রাজিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলিউল্ল্যাহ, প্রফেসর ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান, প্রফেসর ড. ইকবাল হোছাইন, প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. সাইদুর রহমান, প্রফেসর ড. আক্তারুল ইসলাম, প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মোস্তাফিজুরর রহমান, প্রফেসর ড. কামরুজ্জামান, জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আতাউল হক, অর্থ ও হিসাব শাখার পরিচালক আকাম উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

পছন্দের আরো পোস্ট