জঙ্গি হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানবন্ধন
হলি অার্টিজান ও শোলাকিয়ার মর্মন্তুদ জঙ্গি হামলার প্রতিবাদে অাজ সোমবার গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মানববন্ধন ও এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার সময়ে শুরু হওয়া এই মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ডিপার্টমেন্টের অগণিত শিক্ষার্থীসহ শিক্ষবৃন্দ।
প্রায় অাধা ঘণ্টা মানববন্ধন পালিত হওয়ার পর সকাল সাড়ে এগারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়টির গ্যরেজে হলি অার্টিজান ও শোলাকিয়ায় ঘৃণ্য জঙ্গি হামলার প্রতিবাদে অালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অালোচনা সভায় উপস্থিত বক্তৃতা রাখেন বশেমুরবিপ্রবির ছাত্রলীগ শাখার বিভিন্ন ছাত্রনেতা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, `অাজ অামাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কি করছে এই বিষয়ে পিতামাতাকে অারও সচেতন হতে হবে। তাদের সুস্থ মস্তিষ্কের বিকাশে সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা করতে হবে। তাদেরকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অারও বেশি জানাতে হবে।
তারা যদি ১৯৭১- এর রক্তক্ষয়ী সংগ্রামে তরুণদের ইতিবাচক অবদান সম্বন্ধে অবহিত হয়, তবে হয়তো তারা অার পরবর্তীতে এমন নৃশংসমূলক জঙ্গি সম্পৃক্ত কর্মকাণ্ডে জড়িত হবে না।’
তাছাড়াও, অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়টির অন্যান্য বিভাগের শিক্ষকমণ্ডলী তাদের সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। এইভাবে জঙ্গি প্রতিরোধে তারুণ্য শক্তিকে মোক্ষম অস্ত্র হিসেবে বিবেচনা করে অনুষ্ঠানের ইতি টানা হয়।