নেদারল্যান্ডে স্কলারশীপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ

নেদারল্যান্ডে স্কলারশীপ নিয়ে পোস্টগ্রাজুয়েট পড়ার জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করা হয়েছে। বাংলাদেশ সহ মোট ৫১ টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। উন্নয়নশীল দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবছর এ স্কলারশীপ দেয়। নেদারল্যান্ড ফেলোশীপ প্রোগ্রাম (এনএফপি) এর আওতায় এ স্কলারশীপ দেয়া হবে। শিক্ষা ও সংস্কৃতির আদান-প্রদান এ স্কলারশীপের মূল উদ্দেশ্য।

 

কোর্স লেভেল; মাস্টার্স,  শর্ট কোর্স ও পিএইচডি গবেষণার জন্য এ স্কলারশীপ দেয়া হবে।

 

বিষয়: শিক্ষার্থী নিজের পছন্দমত যে কোন বিষয়ে পড়তে পারবে।

 

স্কলারশীপ: নেদারল্যান্ডে অধ্যয়নরত অবস্থায় শিক্ষার্থীর সকল খরচ কর্তৃপক্ষ বহন করবে। ক্ষেত্র ভেদে এয়ার টিকেট দেয়া হতেও পারে, না হতে পারে।

 

Post MIddle

যোগ্যতা: স্কলারশীপের জন্য আবেদন করতে বিশেষ কোন যোগ্যতার দরকার নেই। শিক্ষাজীবনের কোন ক্ষেত্রে তৃতীয়  বিভাগ না থাকলেই চলবে। এছাড়া সাধারণত প্রয়োজনীয় অন্যান্য সকল যোগ্যতা থাকতে হবে।

 

ভাষাগত যোগ্যতা: আগ্রহী অবশ্যই ইংরেজী ভাষা দক্ষতা যাচাই পরীক্ষায় কৃতিত্বের সাথে  উত্তীর্ণ হতে হবে।

 

আবেদন প্রক্রিয়া: শিক্ষার্থীকে এখানে ক্লিক করে সে কোন কোন বিষয়ে পড়তে পারবে সেটা যাচাই করতে হবে। পরবর্তীতে  এই লিঙ্ক এ গিয়ে আবেদন করতে হবে।

 

স্কলারশীপে আবেদন ও আরো বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন। ##

 

 

 

 

পছন্দের আরো পোস্ট