সাতক্ষীরায় ই মোবাইল কোর্ট প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরায় ২দিন ব্যাপি ই-মোবাইল কোর্ট সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ২য় ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।

 

Post MIddle

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অরুন কুমার মন্ডলের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. এফ. এম এহতেশামূল হক। প্রতিটি ব্যাচে ২৫ জন করে প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করছে। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন সহকারি কমিশনার বিবি খাদিজা ও সদর সহকারি কমিশনার (ভূমি) মনিরা পারভীন।

 

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার সাদিয়া আফরিন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মো. মনজুর আলম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহম্মেদ চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।##

পছন্দের আরো পোস্ট