খুবিতে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন ১ আগস্ট
ঢাকার হলি আর্টজান রেস্টুরেন্ট, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ্সহ সাম্প্রতিক দেশে সংগঠিত জঙ্গী হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আহবানে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে ১ আগস্ট জঙ্গীবিরোধী কর্মসূচি পালিত হবে।
এরই অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী সোমবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ##