নোবিপ্রবিতে জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল
চলমান জঙ্গি তৎপরতা ও অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি), ক্যাম্পাস ছাত্রলীগ ও নোয়াখালী জেলা ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল টি ভাষা শহীদ আব্দুস সালাম হলের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে এসে শেষ হয়। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে মিছিল থেকে নেতাকর্মীরা সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ক্যাম্পাস ছাত্রলীগ নেতা এস এম ধ্রুব এর সঞ্চালনায় নোয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি ইবনে ওয়াজেদ ইমন সহ ক্যাম্পাস ছাত্রলীগ নেতা জয় মিত্র,বদরুল হায়দার রিয়েল,রায়হান মাহমুদ, মাহমুদুল হাসান মামুন,নুহাশ প্রমুখ সহ ক্যাম্পাস এবং জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উক্ত মিছিলে উপস্থিত ছিলেন।#
আরএইচ