জঙ্গি হামলার প্রতিবাদে এনএস কলেজে মানববন্ধন
সম্প্রতি রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরায় ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গি হামলাসহ দেশে সব জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নাটোর নবাব সিরাজ (এনএস) উদ্-দৌলা সরকারি কলেজ শাখা। বুধবার বেলা ১১টার দিকে এনএস কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনএস কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল কুদ্দুস মৃধা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির (রাজশাহী বিভাগ) নির্বাহী সদস্য এ কে এম আলমগীর হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা ওই কর্মসূচিতে অংশ নেয়।
মানববন্ধনে জঙ্গি হামলায় নিহত দেশি-বিদেশি নাগরিকদের স্মরণ করেন এবং সব জঙ্গি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, জঙ্গিবাদ দমন করতে এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।#
আরএইচ