কুয়েটে সেল্ফ এ্যাসেসমেন্ট বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

KUET News_Workshop_CE_Self Assesmentখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) সেল্ফ এ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ জুলাই) মঙ্গলবার সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটি, পুরকৌশল বিভাগ কর্তৃক আয়োজিত দিনব্যাপী ওয়ার্কশপটি পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

 

Post MIddle

বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাহাবুব আলম ও আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. তারাপদ ভৌমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মঞ্জুর হোসেন।

 

ওয়ার্কশপের টেকনিক্যাল সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মোঃ মঞ্জুর হোসেন এবং প্রফেসর ড. কাজী হামিদুল বারি। ওয়ার্কশপে পুরকৌশল বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

 

পছন্দের আরো পোস্ট