জঙ্গিবাদ নির্মূলে বেরোবিতে নানা পদক্ষেপ গ্রহণ

BEROBIজঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। সোমবার উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক ও কর্মকর্তাদের সাথে পৃথক মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত গৃহিত হয়।

 

সভার সিদ্ধান্ত মোতাবেক ইউজিসি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১লা আগস্ট ক্যাম্পাসে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশ গ্রহণে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপাচার্যকে আহবায়ক ও রেস্ট্রিারকে সদস্য সচিব করে ৪৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ক্যাম্পাসে সিসি টিভি স্থাপন করা হবে। জঙ্গি-সন্ত্রাসবাদ বিরোধী মনিটরিং সেল গঠন করা হবে। ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে মতবিনিময় করা হবে।

 

সভাপতির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ৭১এর মানবতাবিরোধী অপরাধীদের শাস্তি হচ্ছে। অপরদিকে একশ্রেণীর দুস্কৃতিকারী দেশে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এসব সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র প্রতিরোধ গড়ে তুলবো। দেশ থেকে দুস্কৃতিকারী, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিমূল করবো। তিনি গুলশান ও শোলাকিয়া ঈদগাহে হামলার ঘটনায় নিন্দা জানান এবং ওই ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থদের স্মরণ করেন।

 

উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত জ্ঞান চর্চার নিরাপদ শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। পৃথক দু’টি মতবিনিময় সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ##

 

পছন্দের আরো পোস্ট