কুয়েটে পঞ্চম আন্তঃ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) ডিবেটিং সোসাইটি (কেডিএস) এর আয়োজনে কুয়েটে পঞ্চম আন্তঃ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ(২৫ জুলাই) সোমবার সন্ধা ৭টায় অনুষ্ঠিত আকর্ষনীয় এই বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দীর্ঘ সময় ধরে প্রতিযোগিতা উপভোগ করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
কেডিএস এর মডারেটর ও ইউআরপি বিভাগের প্রভাষক তন্ময় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. তারাপদ ভৌমিক ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া।
বাংলা বিতর্কে বিশ্ববিদ্যালয়ের আরবান এন্ড রিজিওনাল প্লানিং(ইউআরপি) বিভাগের প্রতিযোগী দল চ্যাম্পিয়ন ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (তওই) বিভাগ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। ইংরেজি বিতর্কে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট(বিইসিএম) বিভাগ চ্যাম্পিয়ন ও আরবান এন্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা ফাইনাল এবং ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের বারোয়ারী বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তওইকৌশল বিভাগের তূর্য। অনুষ্ঠান শেষে কেডিএস এর নতুন কমিটি ঘোষনা করা হয়।
উল্লেখ্য, গত ২০ জুলাই বুধবার ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের বারোয়ারি বিতর্কের মাধ্যমে পঞ্চম আন্তঃ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। সংসদীয় মডেলের বাংলা ও ইংরেজী বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি করে মোট ৩২টি দল অংশ গ্রহন করে।