স্ট্যামফোর্ডে নিরাপত্তা বিষয়ক সাধারণ সভা অনুষ্ঠিত

শনিবার (২৩ জুলাই, ২০১৬) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী কার্যালয়ে জন নিরাপত্তা ও আইন শৃংখলা বিষয়ক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ।

 

প্রধান অতিথি বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রীর আহবান অনুসারে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরির পদ্ধতি নির্ধারনের জন্য একটি কমিটি গঠন করে, ইতোমধ্যেই নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভাগীয় চেয়ারম্যানগণকে প্রত্যেক শিক্ষার্থীর চলাফেরা, কার্যকলাপ এবং তাদের উপস্থিতি সংশ্লিস্ট শ্রেণী প্রতিনিধি এবং শ্রেণী শিক্ষকের মাধ্যমে নজর রাখার বিষয়টি গুরুত্ব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’

 

Post MIddle

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর এম. ফিরোজ আহমেদ-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারুফ হোসেন সরদার, উপ-পুলিশ কমিশনার, রমনা জোন। তিনি বলেন, ‘অনেক দেশের নিজস্ব ভাষা নেই। কিন্তু আমরা রক্তের বিনিময়ে তা রক্ষা করেছি ও স্বাধীনতা অর্জন করেছি। আমাদের সংস্কৃতি ঐতিহ্যবাহী। এই সংস্কৃতি পূর্ন দেশে উগ্রবাদী লোক বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছে। তবে আমার দৃঢ় বিশ্বাস তা বেশিদূর গড়াতে পারবে না। শীঘ্রই এর শেষ হবে।’

 

এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবলী নোমান, সহকারী কমিশনার, রমনা জোন। তিনি বলেন, ‘প্রতি ক্লাসে দুই মিনিট নৈতিক শিক্ষার উপর শিক্ষকগণ জোর দেন। তাহলে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ তার স্বকীয়তা ও স্বমহিমায় আরও উদ্ভাসিত হবে।’

 

আরও বক্তব্য রাখেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ট্রাস্টি বোর্ডের সদস্য এ.কে.এম.এনামুল হক শামীম, উপ-উপাচার্য প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী, বিজনেস অনুষদের ডীন প্রফেসর ড. জামাল উদ্দীন আহমদসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ, প্রক্টর ও শিক্ষকবৃন্দ।##

পছন্দের আরো পোস্ট