বাকৃবিতে নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ

DSC_0021বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা শাখার সদস্যদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের জন্য বুনয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী গত বুধবার (২০ জুলাই ২০১৬) বিকেল ৫টায় বাকৃবির ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আকবর।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রশিক্ষনের কোন বিকল্প নাই প্রশিক্ষন একটি চলমান প্রক্রিয়া। পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রাপ্ত প্রশিক্ষণ কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে। সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে যার যার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

 

বাকৃবি নিরাপত্তা কাউন্সিল এর পরিচালক প্রফেসর ড. মোঃ আজহারুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান, প্রোক্টর(ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ আল মামুন , রেজিস্ট্রার কৃষিবিদ ছাইফুল ইসলাম, প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন হাওলাদার প্রমুখ।

DSC_0015

উল্লেখ্য ২০ জুলাই থেকে আগামী ০৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিশ্ববিদ্যালয়ের মোট ৩০ জন নিরাপত্তাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স-এর কোর্স কো-অর্ডিনেটর চীফ সিকিউরিটি অফিসার মোঃ মহিউদ্দিন হাওলাদার।

 

প্রশিক্ষক হিসাবে সার্বক্ষণিক থাকবেন বাংলাদেশ পুলিশ-এর এএসআই মোঃ আফজাল হোসেন এবং বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিগণ উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

DSC_0010

পছন্দের আরো পোস্ট