ইবি কর্তৃপক্ষের মতবিনিময় সভা
দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের জন্য সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ সকল অফিস প্রধানদের সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রশাসন ভবনের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। মতবিনিময় সভায় উপস্থিতদের মধ্য থেকে বক্তব্য রাখেন ধর্ম তত্ব অনুষদের ডিন প্রফেসর ড. আবুল বারাকাত মোঃ ফারুক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, প্রফেসর ড. শহীদুল ইসলাম নূরী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইকবাল হোছাইন, আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল ইসলাম, আল-কুরআন বিভাগের সভাপতি প্রফেসর ড. আ .ব. ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, বিএনসিসি’র প্রধান সমন্বয়কারী কর্মকর্তা প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আব্দুস শাহীদ মিয়া, আইআইইআর এর পরিচালক প্রফেসর ড. মোহাঃ মেহের আলী, কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন ও ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. এএইচ এম আক্তারুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তৃতায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে চলেছে। অচিরেই আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হবো। ইতোমধ্যে আমাদের দেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। মাথুপিচু মানুষের গড় আয় বেড়েছে। সকল ক্ষেত্রে সফলতা পেয়ে দেশ আজ বিশ্বদরবারে মাথা উচু করে দাঁড়াচ্ছে, ঠিক এমনি একটি সময় স্বাধীনতা বিরোধী শক্তি দেশে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। তারা ধর্মের দোহাই দিয়ে নিরীহ মানুষদের হত্যা করছে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। অথচ ধর্মের দোহাই দিয়ে স্বাধীনতা বিরোধীরা যে সন্ত্রাসী হামলা চালাচ্ছে তা বাঙ্গালি জাতী কখনো মেনে নেবে না । স্ব স্ব অবস্থান থেকে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমরা জঙ্গি ও সন্ত্রাস মুক্ত রাখতে চাই। ক্যাম্পাসে কোন অপরিচিত মানুষ দেখলে অবশ্যই আপনারা আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিবেন। তিনি সকল বিভাগের শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামী ৭দিনের মধ্যে সকল বিভাগে মনিটরিং সেল গঠন করতে হবে। এছাড়া কোন শিক্ষার্থী ক্লাসে ৮০% উপস্থিত না থাকলে তাকে পরীক্ষায় অংশ নিতে না দেওয়া, অনুপস্থিত শিক্ষার্থীর বিষয়ে খোঁজ খবর নেয়া, ক্লাসে মোটিভেশনমুলক আলোচনা করা এবং কোন শিক্ষার্থী ১০দিন ক্লাসে অনুপস্থিত থাকলে অবশ্যই তালিকা তৈরী করে তা প্রশাসনকে অবহিত করবেন।
প্রো-ভিসি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতি সব সময় লক্ষ্য রাখবেন । তারা যেন স্বাধীনতা বিরোধী চক্রের সাথে জাড়িয়ে না পড়ে। এছাড়াও দাপ্তরিক কাজ ব্যতীত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত না থাকার জন্য আহবান জানান ড. মোঃ শাহিনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. আখতার হোসেনসহ বিভিন্ন বিভাগ ও অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এদিকে আজ সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান।