সাউথ এশিয়ান ইউনিভার্সিটির বাজেট অনুমোদিত

20.07.2016ভারতের নয়া দিল্লীস্থ সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) প্রশাসনিক কমপ্লেক্স আকবর ভবনে উক্ত ইউনিভার্সিটির অর্থ কমিটির ৫ম সভা ২০ জুলাই অনুষ্ঠিত হয়। সাউথ এশিয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. কবিতা শরমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসএইউ’র সদস্য দেশসমূহের প্রতিনিধিত্বকারীরা অংশগ্রহণ করেন।

 

 

Post MIddle

বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বি বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান যিনি ২০১৫ সালে বোর্ড কর্তৃক মনোনীত কমিটির একজন সম্মানিত সদস্য। সভায় ২০১৬ সালের জন্য ৫৩ কোটি এবং ২০১৭ সালের জন্য ৬৪ কোটি ইন্ডিয়ান রুপির সংশোধিত রাজস্ব বাজেট অনুমোদিত হয়। বিশ^বিদ্যালয়ের অর্থ পরিচালক ওয়াসিম আহমেদ সভায় বাজেট উত্থাপন করেন। বাজেটের সমুদয় অর্থ (ঊহঃরৎব ঈধঢ়রঃধষ নঁফমবঃ) ভারত সরকার বহন করে। সার্কভুক্ত সকল দেশ সাউথ এশিয়ান ইউনিভার্সিটির স্পন্সর করে থাকে।#

 

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট