ভারতের উদ্দেশ্যে ইউজিসি চেয়ারম্যানের ঢাকা ত্যাগ

UGC chairman১৯-২১ জুলাই ২০১৬ তারিখে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ৫ম বোর্ড সভায় যোগদানের জন্য ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান মঙ্গবার (১৯ জুলাই) ঢাকা ত্যাগ করেন। ইউজিসি চেয়ারম্যান সাউথ এশিয়ান ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নরস-এর একজন সম্মানিত সদস্য।

 

এখানে উল্লেখ্য যে, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক)-এর ৮টি সদস্যভুক্ত দেশসমূহের সরকার কর্তৃক প্রতিষ্ঠিত। সদস্যদেশসমূহ হচ্ছে- আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

 

Post MIddle

২০১০ সাল থেকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে ভারতের নয়া দিল্লী থেকে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে যোগদান শেষে তিনি আগামী ২২ জুলাই দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যাচ্ছে।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট