ঢাবিতে সোলার এনার্জি বিষয়ক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ফিনল্যান্ডের University of Helsinki এর যৌথ উদ্যোগে আজ ২০ জুলাই ২০১৬ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সেমিনার কক্ষে ‘Solar Energy in the Context of Sustainable Market’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আব্দুল হাই এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন বক্তব্য রাখেন।

 

Post MIddle

সমাপনী বক্তব্য প্রদান করেন University of Helsinki -এর New Energy Project-এর পরিচালক ড. মো. মঞ্জুর ই মওলা।#

 

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট