মানারাতে অত্যাধুনিক মেশিন ল্যাবরেটরি উদ্বোধন

নতুন করে ঢেলে সাজানো হয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিপার্টাপেন্টের ল্যাবরেটরি। এর অংশ হিসেবে ল্যাবে স্থাপন করা হয়েছে মেশিন ল্যাবসেটসহ আধুনিক ও উন্নত প্রযুক্তির সব যন্ত্রপাতি। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান সোমবার  (১৮ জুলাই) সুইচ টিপে মেশিন ল্যাবের উদ্বোধন করেন।

 

Post MIddle

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম কোরবান আলী, ইইই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ইয়াকুব হোসেন, সহকারী অধ্যাপক কে. এম. আকতারুজ্জামান, সিনিয়র লেকচারার সায়ীদ ইসলাম, লেকচারার রফিকুল ইসলামসহ ইইই বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিরপুর ক্যাম্পাসে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের অধিনে ইইই বিভাগে রেগুলার ও ইভেনিং দু’টি প্রোগ্রামই চালু রয়েছে। নতুন ল্যাবসেট স্থাপনের মাধ্যমে ইইই বিভাগ আরও বেশি সমৃদ্ধ হলো বলে জানিয়েছেন ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান।##

পছন্দের আরো পোস্ট