ইবিতে ফিরছেন শিক্ষার্থীরা অফিস খুলছে শনিবার

IU Logoপবিত্র মাহে রমজান, শবে ক্বদর ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামী শনিবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। এছাড়া পরদিন রবিবার আবাসিক হল সমূহ খুলে দেয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অফিস সূত্রে জানা গেছে। রবিবার আবাসিক হল খোলা হলেও অধিকাংশ বিভাগে ক্যাম্পাস খোলার কয়েকদিনের মধ্যেই পরীক্ষা শুরু হবে। ফলে পরীক্ষার্থী এসব শিক্ষার্থীরা একটু আগে ভাগেই ফিরতে শুরু করেছেন প্রিয় ক্যাম্পাসের টানে।

 

রেজিষ্ট্রার অফিস সূত্রে জানা যায়, শনিবার থেকে যথারীতি দাপ্তরিক সকল কার্যক্রম শুরু হবে। পরদিন রবিবার বেলা ১০টার মধ্যে সকল আবাসিক হল খুলে দেয়া হবে। এছাড়া সোমবার থেকে যথারীতি সকল বিভাগে ক্লাস-পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে। পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, মাহে রমজানের ছুটির মধ্যে বেশ কিছু বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আকস্মিক ভাবে আবাসিক হল বন্ধ হওয়ার ফলে বিভাগ গুলো পরীক্ষা গ্রহণ করতে পারেনি। ফলে ঈদুল ফিতর ও রমজানের ছুটি শেষে অধিকাংশ বিভাগেই পরীক্ষা শুরু হয়ে যাবে। এব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও একাডেমিক শাখা সব ধরণের প্রস্ততি সম্পন্ন রেখেছে বলে জানা গেছে।

 

Post MIddle

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইকবাল হোছাইন বলেন-‘মাহে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে রবিবার সকাল ১০টায় সবকটি আবাসিক হল খুলে দেয়ার পূর্ব সিদ্ধান্ত বলবৎ রয়েছে। আশা করছি যথা সময়ে যথা নিয়মে হল সমুহ শিক্ষার্থীদের জন্য খুলে দিতে পারবো।’

 

এদিকে আবাসিক হল খোলার আগেই ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকার ভাড়া মেস ও বাসাগুলোতে থাকা দুর-দুরান্তের শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। দীর্ঘ প্রায় দেড় মাসের ছুটিতে প্রাণের ক্যাম্পাস ছেড়ে বাড়িতে থাকতে থাকতে হাপিয়ে উঠেছেন শিক্ষার্থীরা। ফলে ক্যাম্পাস খোলার আগেই তারা ফিরতে শুরু করেছে প্রাণের টানে প্রিয় শিক্ষাঙ্গনে।

 

তরিকুল ইসলাম, আসিফ, সোহাগ, রেহেনা আক্তার, ফারুকসহ শিক্ষার্থীরা বলেন-‘ক্যাম্পাসে পড়াশুনার চাপ থাকে। অনেকদিন ক্যাম্পাসে থাকলে বাড়িতে যাওয়ার জন্য ছটফট কওে সবাই। তবে বন্ধু-বান্ধবীদের ছেড়ে বাড়িতে গিয়ে দেড় মাসের ছুটি কাটানো অনেক কষ্টের। তাই তাড়াতাড়ি চলে এসেছি।’ এছাড়া ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই অধিকাংশ বিভাগে নানা বর্ষের চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার ফলে ওই সব বিভাগের শিক্ষার্থীরা আগেই ঝিনাইদহ, কুষ্টিয়া ও ক্যাম্পাস পার্শ্ববর্তী মেস গুলোতে আসতে শুরু করেছে।

 

 

পছন্দের আরো পোস্ট