ঢাবি উপাচার্যের সঙ্গে এডিবি প্রতিনিধির সাক্ষাৎ

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর প্রিন্সিপাল সোস্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সানহা লি আজ (১৩ জুলাই ২০১৬) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

 

এসময় অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রউফ তালুকদার, সাবেক সচিব এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এ খান, উপ-সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর অধ্যাপক ড. মো: জাওয়াদুর রহিম জাহিদ এবং সহকারী অধ্যাপক মো: রেজাউল কবির উপস্থিত ছিলেন।

 

Post MIddle

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মধ্য ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচী চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। এডিবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদানের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তথা শিল্প, বাণিজ্য ও তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। #

 

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট