জেলা প্রসাশনের আয়োজনে কুষ্টিয়ায় ইনোভেশন সার্কেল

Kushtia DC Office News Picture 12.07.2016 . (1)কুষ্টিয়ায় জেলা প্রসাশনের আয়োজনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সমন্বয়ে কুষ্টিয়া জেলার ইনোভেশন সার্কেল অনুষ্ঠিত হয়েছে । আজ (১২ জুলাই) মঙ্গলবার সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বিপুল উৎসাহ,উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণ আয়োজনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সমন্বয়ে কুষ্টিয়া জেলার ইনোভেশন সার্কেল অনুষ্ঠিত হয়।

 

উক্ত সার্কেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব আবদুস সামাদ। কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ, কুষ্টিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা, জনাব আবুল বায়েছ মিয়া, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা জনাব সায়মা ইউনুস, জেলা প্রশাসক মেহেরপুর, জনাব পরিমল সিংহসহ উক্ত তিন জেলার জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,ইনোভেশন টিমের সদস্যবৃন্দ এবং জেলা ও উপজেলা পর্যায়ের ইনভেন্টরবৃন্দ।

 

জেলা প্রশাসক, কুষ্টিয়া সৈয়দ বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সার্কেলে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার দ্বারা নিজ নিজ জেলার ইনোভেশন কার্যক্রম তুলে ধরেন, মুজিব-উল-ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আই,সি,টি), কুষ্টিয়া, আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গা, নুরে আলম, সহকারী কমিশনার (আই,সি,টি), মেহেরপুর ।

 

Post MIddle

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার,খুলনা মহোদয় সকলের উদ্ভাবনী প্রকল্প সংক্রান্ত উপস্থাপনার উপর প্রয়োজনীয় মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।তিনি প্রচলিত কর্মপ্রক্রিয়ার ভিতরে থেকেই সেবা প্রদান প্রক্রিয়া সহজীকরণ, উদ্ভাবনী প্রয়াসের সুফল সেবাগ্রহীতাদের মাঝে ব্যপিতকরণ, পাইলটেড উদ্ভাবনী উদ্যোগগুলোকে মাঠে প্রয়োগ, সফল উদ্ভাবনী উদ্যোগগুলোর অনুলিপিকরণ, নতুন নতুন উদ্ভাবনী প্রয়াসসমূহের সামগ্রিক প্রভাব ও সুফল বিশ্লেষণ, জেলাব্যাপী নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিসত্বর পূরণ, বেসরকারি দপ্তরগুলোর অংশগ্রহণ নিশ্চিতকরণ, ফ্রি-ল্যান্সিয়ের উপর অধিক গুরুতারোপ, জঙ্গিবাদ নির্মূলে ‘মানবিক উন্নয়নমূলক কর্মসূচি’ গ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

 

সভাপতি, কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন সভাকে জানান যে, জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় ইতিমধ্যেই অনেক উদ্ভাবনী প্রয়াস সফলতা অর্জন করেছে এবং কিছু আইডিয়া বাস্তবায়নাধীন রয়েছে যেগুলোর শীঘ্রই প্রায়োগিক বাস্তবায়ন ঘটানো সম্ভব হবে। বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়ের সার্বিক সহযোগিতা ও উদ্ভাবনী পথনির্দেশনাকে কাজে লাগিয়ে অর্জিত সাফল্যের জন্য তিনি প্রধান অতিথির নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও সার্কেলটিতে প্রধান অতিথি তিনটি ক্যাটেগরিতে জেলা ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৬ প্রদান করেন।

 

জেলা ইনোভেশন অ্যাওয়ার্ডপ্রাপ্তগণ হলেন, সেরা জনবান্ধব উপজেলা ফেসবুক পেইজ” উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কুমারখালী, কুষ্টিয়া। “ইনোভেশন অ্যাওয়ার্ড” ক্যাটাগরিতে জনাব নাসিমা ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।’সেরা জনবান্ধব ফেসবুক ইউজার” ক্যাটাগরিতে জনাব মোঃ খাইরুল ইসলাম, প্রভাষক, শংকরদিয়া আইডিয়াল কলেজ, কুষ্টিয়া।

 

 

পছন্দের আরো পোস্ট