খুবিতে ঈদের জামাত সকাল ৮ টায়
খুলনা বিশ্বদ্যিালয়ে পবিত্র ঈদ-উল ফিতর এর জামাত আবহাওয়া অনুকূল থাকলে সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয় জামে মসজিদ সংলগ্ন প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত হবে। আর আবহাওয়া অনুকূল না থাকলে একই সময়ে বিশ্ববিদ্যালয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এই ঈদের জামাতে নামাজ আদায় করবেন।
মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস ঈদের নামাজে ইমামতি করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র এবং আশপাশের এলাকাবাসীসহ সবাইকে বিশ্ববিদ্যালয়ের ঈদের জামাতে নামাজ আদায়ের জন্য আহবান জানানো হয়েছে।
জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতি এবং খুলনা বিশ্বদ্যিালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।##