খুবিতে বিভাগীয় প্রধানদের সম্মানে উপাচার্যের ইফতার

বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও বিভাগীয় প্রধানদের সম্মানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এক ইফতার মাহফিলের আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ ইফতার মহফিল অনুষ্ঠিত হয়।

 

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধানগণ, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। ইফতারপূর্বে মহান আল্লাহ পাকের রহমত, মাগফেরাত, নাজাত কামনা করা হয়।

 

এছাড়া বৃহত্তর বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ।##

পছন্দের আরো পোস্ট