রুয়েটে ৫১ কোটি ২০ লাখ টাকার বাজেট অনুমোদন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এর ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ৫১ কোটি ২০ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। রুয়েটের ৭৮তম সিন্ডিকেট (সাধারণ) সভায় এ বাজেট অনুমোদন করা হয়। সভায় বলা হয়, ২০১৬-১৭ অর্থ বছরের অনুমোদিত বাজেটের মধ্যে ৪৮ কোটি ২০ লাখ টাকা পাওয়া যাবে ইউজিসি’র মাধ্যমে সরকারী বরাদ্দ থেকে এবং ৩ কোটি টাকা আয় হবে রুয়েটের নিজস্ব উৎস থেকে।

 

Post MIddle

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এই সভায় জানানো হয়, ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে বেতন ও ভাতাদি খাতে ২৯ কোটি ২২ লাখ টাকা, পেনশন খাতে ৬ কোটি ৫০ লাখ টাকা, মুলধন মঞ্জুরি খাতে ৩ কোটি ৬০ লাখ টাকা এবং অন্যান্য খাতে ১১ কোটি ৭০ লাখ টাকা টাকা বরাদ্দ রাখা হয়েছে।

 

এছাড়া এ সিন্ডিকেট সভায় ২০১৫-২০১৬ অর্থ বছরের ৪৫ কোটি ১৫ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে। সংশোধিত বাজেটের মধ্যে ৩৮ কোটি ১৫ লাখ টাকা ইউজিসি’র মাধ্যমে সরকারী বরাদ্দ থেকে এবং অবশিষ্ট রুয়েটের বিভিন্ন উৎস ও প্রকল্প থেকে পাওয়া গেছে। ##

 

পছন্দের আরো পোস্ট