সরকারি পলিটেকনিকে ভর্তির ফল প্রকাশ ২৬ জুন

education ministryসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তির ফল প্রকাশ করা হবে ২৬ জুন দুপুর ২টায়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

 

Post MIddle

তথ্যে আরও জানা যায়, এবছর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে দেশের ১১৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রথম ও দ্বিতীয় শিফটে ৫৭ হাজার ৭৮০টি আসনে ভর্তি করানো হবে। অনলাইনে ভর্তির আবেদন করেছেন ১ লাখ ৬৫ হাজার ১৭৭ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথম শিফটে ৩২ হাজার ৩৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৯ হাজার ৭১৮টি এবং দ্বিতীয় শিফটে ২৫ হাজার ৪৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৬৫ হাজার ৪৫৯টি। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী এসব তথ্য জানিয়ে বলেন, কারিগরি শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে www.techedu.gov.bd এবং ভর্তির জন্য আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে ফল পাওয়া যাবে।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট