কুয়েটে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

বর্ষা মৌসুমব্যাপী বৃক্ষ রোপনের অংশ হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সদ্য খননকৃত লেকের পাড়ে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত রয়েছে। শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ উন্নয়ন কমিটির উদ্যোগে মাঠ সংলগ্ন লেকের পাড়ে এ কর্মসূচী পালিত হয়।

 

বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। এসময় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সহধর্মিনী মেহেরুন্নেসা লতা, পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাহবুব আলমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

Post MIddle

এসময় লেকের পাড় সংলগ্ন সংলগ্ন বিভিন্ন স্থানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরসহ শিক্ষক-কর্মকর্তাবৃন্দ কৃষ্ণচুড়া, মেহগনিসহ বিভিন্ন বৃক্ষের চারা রোপন করেন।##

 

এমএইচ

পছন্দের আরো পোস্ট