কুয়েটে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

বর্ষা মৌসুমব্যাপী বৃক্ষ রোপনের অংশ হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত রয়েছে। ২২ জুন বুধবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও রোকেয়া হলের উদ্যোগে এবং বৃক্ষ উন্নয়ন কমিটির সহযোগীতায় এ কর্মসূচি পালিত হয়।

 

Post MIddle

বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. সোবহান মিয়া, মানবিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস. এম. রবিউল আলম, প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশীদ, উপ-রেজিস্ট্রার জি. এম. শহীদুল আলমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও রোকেয়া হল সংলগ্ন বিভিন্ন স্থানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ বৃক্ষ রোপন করেন।#

 

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট