
ইউজিসি প্রতিনিধি দলের জাপান যাত্রা
Creation of Infrastructure and Laboratory Facilities for Introducing New Department in Five Public University শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্বদ্যিালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রতিষ্ঠিত বিভাগ (যেমন গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং, লেদার ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি) সমূহের অবকাঠামো এবং ল্যাবরেটরি সুবিধাসমূহ উন্নয়নের জন্য জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা ইনস্টিটিউট সরেজমিনে পরিদর্শনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান-এর নেতৃত্বে আঠার সদস্যের শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চক্ষমতাসম্পন্ন এক প্রতিনিধি দল আজ (১৯ জুন) রবিবার জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
প্রতিনিধি দলের অন্যান্যের মধ্যে রয়েছেন- প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি, জনাব এ এস মাহমুদ, অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয় এবং জনাব এস. এম এহসান কবির, অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়।
প্রতিনিধি দলটি জাপান ফাইন সিরামিক সেন্টার (জেএফসিসি), নাগোয়া, নাগোয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ঘওঞবপয), টয়োহাসি ইউনিভার্সিটি অব টেকনোলজি, মিকাওয়া টেক্সটাইল রিসার্চ সেন্টার, জাপান সিকো গ্লাস কোম্পানি এবং ইউনিভার্সিটি অব টোকিও পরিদর্শন করবেন। প্রতিনিধি দলটি আগামী ২৭ জুন ২০১৬ তারিখ দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যাচ্ছে।