সিভাসু’তে কর্মকর্তাদের কর্মবিরতি পালিত

মঙ্গলবার (১৪ জুন) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা কর্মবিরতি কর্মসূচী পালন করেছেন। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি ফেডারেশন কর্তৃক বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাদের চাকুরীর বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ, অতিরিক্ত রেজিস্ট্রারের পদ সৃষ্টিসহ পাচঁদফা দাবী-দাওয়া আদায়ে ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা এ কর্মসূচী পালন করেন।

 

কর্মসূচী চলাকালে কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার চত্বরে অবস্থান গ্রহণ করেন এবং কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের চাকুরীর বয়সসীমা ছিল ৬০বছর পর্যন্ত। সরকার শিক্ষকদের চাকুরীর বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করা ফলে একই বিশ্ববিদ্যালয়ে কর্মরত হওয়া সত্ত্বেও কর্মকর্তাদের ৬০ বছরে অবসর নিতে হচ্ছে।

 

Post MIddle

ইতিমধ্যে কোন কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মকর্তাদের চাকুরীর বয়সসীমা ৬২ বছর করেছ। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন উক্ত সিদ্ধান্ত বাতিলের জন্য পত্র পাঠিয়েছেন। যা সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক তাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অবসর গ্রহণের বয়সও ৬৫ বছরে উন্নীত করার জোর দাবী জানাচ্ছি।

 

এসময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মির্জা ফারুক ইমাম, লাইব্রেরীয়ান মোঃ হাবিবুর রহমান খান, উপ-রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবুল কাশেম, উপ-পরিচালক খলিলুর রহমান, ডাঃ কাজী রোকসান সুলতানা, ভেটেরিনারি সার্জন ডাঃ আবদুল মান্নান, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইনকিয়াজ উদ্দীন, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ রিয়াদ, সহকারী প্রকৌশলী সেলিম মোর্শেদ, সেকশান অফিসার মোঃ আলমগীর হোসেন, বাবু তন্ময় দেব, টেকনিক্যাল অফিসার মোঃ খোরশেদ আলম, মোঃ মঞ্জুরুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন খোকন প্রমুখসহ সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট