নর্দান ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল

নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশের সোশ্যাল ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রমজানের করণীয়, ফজিলত বিষয়ে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যাক্তিত্ব প্রফেসর ড. মন্জুর-ই-ইলাহি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস অনুষদের ডীন প্রফেসর মোস্তফা কামাল।

 

সেমিনারে বক্তারা বলেন, রমজান মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে এক বিশেষ রহমত স্বরুপ। হাদিসে বলা হয়েছে –যখন রমজান মাস শুরু হয়,তখন আল্লাহ এই মাসের প্রতি রাতেই দশ লক্ষ বান্দাকে মাফ করে দেন,এমনকি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে রয়েছে, এমন সব গুনাহগারদের মাফ করে দেন। অতএব রমজানের ফজিলত অনেক । আমাদের ব্যাক্তি,সমাজ ও রাষ্ট্রীয় জীবনে রোজারমাস থেকে শিক্ষা নিয়ে সংযম ,ধৈর্য্যশীল হবার আহবান জানান।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক সহযোগী অধ্যাপক ড. শারমিন ইসলাম, সহযোগী অধ্যাপক ড. ইকরামুল ইসলাম, এডিশনাল রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক, শিক্ষক, কর্মকর্তা,ক্লাবের সদস্য ও ছাত্রছ্ত্রাীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হামদ -নাত,কুইজ ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ##

 

এমএইচ

পছন্দের আরো পোস্ট