তালতলীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সংবাদ-সম্মেলন-1

বরগুনার তালতলী উপজেলার আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ মুশাররফ হুসাইনের বিরুদ্ধে বিদ্যালয় ভবনের ইট ও রড আত্মসাৎ এবং ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে শনিবার তালতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের জমিদাতা জালাল উদ্দিন।

 

 

Post MIddle

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, প্রধান শিক্ষক মুহাঃ মুশাররফ হুসাইন ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে স্বীয় স্বার্থে বিদ্যালয় পরিচালনা করে আসছে। এ ব্যাপারে অভিযোগ হলে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের একটি রেজ্যুলেশন বহি জব্দ করেন। প্রধান শিক্ষকের স্ত্রী সুফিয়া বেগম একই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। সেই সুবাদে সহকারি প্রধান শিক্ষিকা শামসুন্নাহারের যোগসাজশে বিদ্যালয়ের পুরাতন জরাজীর্ণ পাকা ভবনের ইট,রড ও আসবাব পত্র প্রধান শিক্ষক নিজেই আত্মসাৎ করেন।

 

 

 

প্রেসক্লাব সভাপতি মুঃ আঃ মোতালিবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মোঃ আঃ মান্নান, হাফিজ-আল-মামুন, গোলাম কিবরিয়া সোহাগ, খাইরুল ইসলাম আকাশ ও জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

লেখাপড়া/এমটি/১১৭

পছন্দের আরো পোস্ট