দেড় লাখ শিক্ষার্থী একাদশে ভর্তি আবেদন করেনি

চলতি বছর মাধ্যমিকে উত্তীর্ণদের মধ্যে ১৩ লাখ এক হাজার ৯৯ জন কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করলেও দেড় লাখ শিক্ষার্থী আবেদনই জমা দেননি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির কলেজ পরিদর্শক মো. আশফাকুস সালেহীন এ তথ্য জানান।

 

ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে কলেজ ভর্তির আবেদন জমা নেওয়ার সময় শেষ হওয়ার কথা থাকলেও শুক্রবার সকাল ১০টা পর্যন্ত এসএমএসে টাকা জমা দেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা।আর শুক্রবার সকাল ১০টার মধ্যে যেসব শিক্ষার্থী টাকা জমা দিয়েছিলেন তাদেরকে বিশেষ বিবেচনায় এদিন বিকাল ৩টা পর্যন্ত আবেদন জমা দেওয়ার  সুযোগ দেওয়া হয়।

 

Post MIddle

তিনি জানান, এবার একাদশে ভর্তির জন্য ১৩ লাখ এক হাজার ৯৯ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে অনলাইনে নয় লাখ ৩৭ হাজার ৯৪৭ জন এবং এসএমএসে চার লাখ পাঁচ হাজার ৮৬৮ জন আবেদন করেন। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন পাস করে। কলেজে ভর্তি হতে আবেদন করেছেন ১৩ লাখ এক হাজার ৯৯ জন।

 

এই হিসাবে মাধ্যমিক উত্তীর্ণ এক লাখ ৫১ হাজার ৫০৬ জন এবার কলেজ ভর্তির আবেদন করেননি।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

 

পছন্দের আরো পোস্ট