ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ

চীনের কালচারাল এন্ড হিসটোরিক্যাল রেকর্ডস কমিটির চেয়ারম্যান তু উইন-এর নেতৃত্বে ৬-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৭ জুন ২০১৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ফ্যান ঝিমিং, সু পিং, লি রুবিন, ইয়াং কিয়ং এবং লি জিয়াং ঝু। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক চু মিংতং উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ এবং চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, শিক্ষা খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তারা প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর জোর দেন। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চীনে স্বল্প-মেয়াদী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সম্ভব্যতা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

 

Post MIddle

এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের ব্যাপারে মত বিনিময় করেন। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট